নিকষ কালো অঙ্গার
অঙ্গারিত অন্তর
অন্তরে অন্তরে দ্বন্দ
দ্বন্দে ভরা জীবন।
আঙ্গুলে আঙ্গুলে স্পর্শ
স্পর্শে স্পর্শে শিহরণ
শিহরিত তোমাতে আমি
নিঝুম তোমার রুপ
আমি থাকি নিশ্চুপ।
নীলনয়না কৃষ্ণ আখি
আখিযুগলে স্নর্গ
স্বর্গে উন্মত্ত চুল
তুমি সৃষ্টির নির্ভুল।
চপলতায় ছেয়ে থাকা আকাশ
আকাশে আকাশে বিরোধ
বিরুদ্ধগামিতায় হারানো পথিক
পথিকের উদাসীনতায় ভরা বুক
তোমাতেই থাকে সৃষ্টির সুখ।
জেগে থাকা ভোর
ভোরের স্নিগ্ধতা
স্নিগ্ধতায় মুগ্ধতা
মুগ্ধতায় হারানো স্রষ্টা
স্রষ্টার অপার কৃপা
তোমাতেই হারায় দ্যেপা।
শশাঙ্ক জাগে মেঘের আড়ালে
আড়ালে লুকানো হাসি
তোমাতেই ভুগে জীবন বাঁশি
তোমাকেই আমি ভালোবাসি!