আমি চাইলাম মানুষ হতে তারা বলল ধার্মিক
আমি চাইলাম ধার্মিক হতে তারা বলল নাস্তিক
আমি চাইলাম নাস্তিক হতে তারা বলল মুরতাদ
আমি চাইলাম মুরতাদ হতে তারা বলল কাফির
আমার জন্য ইতিহাসের খাতা খোলা ছিল;কয়েকটা ফোটার রক্তের দরকার ছিল~ঝর্ণা ধারার মত অলোক ফোয়ারায় তারা দিলো ফতোয়া;আমার লাশে মিলল না জানাজা!
আমি চাইলাম কাফির হতে তারা বলল ঈশ্বর
আমি চাইলাম ঈশ্বর হতে তারা বলল কবি
আমি চাইলাম কবি হতে তারা বলল বিপ্লবী
আমি চাইলাম বিপ্লবী হতে তারা বলল বাম
বুকে গুনে গুনে সতেরটা গুলি চালাল বিনিময় দিলাম ফুল;রাতের তারা হয়ে পথ~বাতাস হয়ে মানচিত্র;প্রেমিকার চোখেই সব আক্ষেপ;আমার ঠোটে মিলল না চুমু!
আমাকে তারা দাড় করালো;আমার মস্তিষ্কে সাড়াশি চালালো;বুক ফেড়ে নিঃস্তব্ধ চিৎকার~পেল আমার আজন্ম কবিতার রস;আমি মানুষ।