অহম পীতধড়া ফেরেশতাদের মাঝে ত্যাক্ত-বিরক্ত ঈশ্বরের সান্নিপাতিক বন্দনায় জেগে ওঠে
ওঠে জেগে যেভাবে আদিমেরা ঈশ্বরের ধারণা পোষে
খাপছাড়া ঈশ্বর কবিতা’কে সেভাবেই রোখে
মানুষ’কে সৃষ্টির আগে সাতশোকোটির থেকে বেশি কিছুবার ভাবতে হয়েছে তাকে ছাতিমতলায় বসে
এই বুঝি তার গদি টেনে নেয় দিয়ে চুমু আফিমে
চুরুট হাতে রচনা করে নতুন কোনো ধর্মগ্রন্থের ঈশ্বর
কবিতা’র ভার না সইতে পেরে শুক্রাণু হত্যায় মেতে উঠেছিল ঈশ্বর তার পাপবোধ জাগতেই মোচনের জন্য সৃষ্টি মানুষ এর কবিতা’র ভার বইতে পারায় ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে পাঠিয়ে দিলেন প্রেরিত পুরুষ
সে ও আরেক কবি হত্যার কাহিনী নিয়ে জ্বলতে জ্বলতে কাব্যগ্রন্থ হয়ে যায় অপ্রতিহত ধর্মীয় জাদু
বিদ্রোহে অম্লান প্রেরিত পুরুষ জাগ্রত কবিতা’য় চিৎকার ঈশ্বর হতে পারলেও মানুষ হতে পারবে না।