অবিশ্বাসের ফানুশে উড়ে তোমার বহুগামী রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াব;
যদিচ অামি অানাড়ি
বারবার তোমার কানপাড়ি
শীতল রক্ত চুষে ফেটিসে চুবে
বিনিদ্র রাতে সে কোনজন;
বহুবর্ণ স্মৃতি রাতের অন্ধকারে
বিদীর্ণ হয় তার নিজস্ব স্বজন
প্রিয় জবুথবু চাঁদ
উলঙ্গিনী’র উল্লঙ্ঘ উল্লম্ফন;
ঘ্যানর ঘ্যানর ব্যাঙ্গের মত
মৃত্যু শোনায় বিথোফেন
শ্যাওলায় জড়ানো মাস্টারপ্ল্যান
তোমার সামনে,কর্ণকুহরে
তারকাঁটায় জড়িয়ে পড়ে অাছে
মাছের অাষ্টের গন্ধে
সুবর্ণ চোরেরা রাস্তায় টহলরত
পুলিশের ব্যাটনে গরুর গাড়ি
ঠক ঠক শব্দে পর্দা দুলে যায়
কিন্তু তোমার রন্ধ্রে অামার ভালোবাসা অাটকে যায়!