তুমি যাকে প্রিয়তম বল
আমি তাকে আমার বুকের রক্তচোষক বলি!
তোমার উল্লাস-হিল্লোল প্রিয়তমের কাঁনে
মৃদুমন্দ শিহরন দিবে;
আমার কাঁনে ইস্রাফিলের পাগলকরা শিঙ্গা!
হাত নাড়তে গিয়ে
চোখের খসে পড়া পাপড়ির নৃত্য
দেখেছে কি কেউ?
চারু,তোমার প্রিয়তমকে আমি মৃত্যুদূত মনে করি!
আমার সামনে ছায়ার নৃত্য
তোমার হেলেদুলে চলায় কি;
প্রেম পেয়েছে কি তোমার প্রিয়তমের?
আমি ট্রয় এর ধ্বংসস্তূপ এর মাঝে
সভ্যতার যাত্রা দেখি!
তোমার ঝগড়াতে প্রেম দেখি
দেখেছে কি তোমার প্রিয়তম?
তুমি যাকে প্রিয়তম বল
আমি তাকে কাফন চোর বলি!
তোমার ভালোবাসাকে অন্তিম প্যারাসুটে উড়াই;
হায়েনার আক্রমণ
তোমার প্রিয়তম!
বৃথা যজ্ঞ;
আমার কাফনেই তোমার শয্যা!