Review This Poem

মদিনা সনদে চলছে কুজো উট রাজদণ্ড;পরম্পরায়
ব্যাভিচারে ভরপুর লাওহে মাহফুজে সংরক্ষিত জরায়ু!দেশটা বোধ হয় ওদের বাপের উদ্যত শিশ্ন;যতইচ্ছা করবে মৈথুন
দেশটা বোধ হয় ওদের মায়ের স্তন;যত ইচ্ছা করবে দলন!
নারীকে মা বলবে~চলবে ধর্ষণ
নারীকে বোন বলবে~চলবে ধর্ষণ
নারীকে বান্ধবী বলবে~চলবে ধর্ষণ!
আহা
এ যেন আরশের নিচে~প্রশান্তি;
আহা
এ যেন শারাবান ত্বাহুরা পানে~উন্মত্ত!

শরীর বেড়েই চলছে;বুদ্ধির স্থূলতায় জাতির স্তনে ক্যান্সার~মহামান্য
স্বয়ংপ্রভা আনন্দরাত্রি শোকশভায় হাজার ওয়াটের বাতি~ঠ্যাট ঠ্যাট
থ্রি নট থ্রি
বেয়নেট উঁচিয়ে সন্দিহান সৈন্যদল
বুলেট ই আমাদের অক্ষরজ্ঞান
জেলই আমাদের বিশ্ববিদ্যালয়;
আলয়
পানশালায় জর্জরিত সুখ~অপ্রেমিক!

আহা
এ যেন যতপারো হত্যা করো
আহা
এ যেন কসমিক রে~চোখ দিয়ে জড়িয়ে ধরা;তোমার আজকের প্রেমে আগামীর শঙ্কা
তোমার আজকের জীবিত থাকাই সমাজের নাকে খৎনা!

পাঁচিল বেয়ে উঠা মধ্যরাত
সলিটারি সেল;বাড়তেই থাকে প্রচণ্ডভাবে
আহা
এ যেন শয়তানকে পুনরায় ঈশ্বর কতৃক নির্বাসন
আহা
এ যেন সমাজকে ওদের লালসার শিকার~দাসী!

আহা
আহা
আহা

চলো,ধরো
মারো
আহা
মার্চ অন!

এই সমাজের প্রত্যেকটা ধুলা আমার
প্রত্যেকটা ফুটন্ত গোলাপ আমার
সমস্ত অন্তঃকরণে আমার;এবং একমাত্র আমার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments