চোখ থেকে প্লাটিনাম কন্ডম খুলে ফেল
যদ্যপি আমি ঈশ্বর হই;
কান থেকে প্লেটোনিক যোনির পর্দা সড়িয়ে নাও
শিৎকার শুনতে পাবে!
চলতে চলতে চলন্ত
নিক্কণ বন্ধ কর
আমি তবে ভিঞ্চি হই!
অদ্রিজরায় ভাসাও নৌকা
কাঁপাও তোমার বেদী
আমি একটু যীশু হই!
আসছো তুমি?
নৃত্যে কাঁপাও স্তন;
জ্বলুক দেবতাগুলা
আমি একটু রাবণ হই!
তোমার আলবোলা চুলে বাঁধো
ঈশ্বরের শুষ্ক তৃষ্ণার্ত শিষ্ণ;
আমি তবে শান্ত হই!
আর্কটিক ভোরের কার্নিশ
কুর্ণিশ কর দেবীকে
বল বিপ্লব তোমার যোনিতে!
ফেইন্ট ফেন্সি মরুক আজ
লকডাউনে তোমার শরীর জাগুক
জানুক মৃত্যুরা তুমি একটা কবিতা!