রক্তজবা কিংবা মাধবী;
না হয় রক্তাক্ত লাল স্বপ্ন
কন্ঠনালীর সংকীর্ণতায় কান্না জটবাঁধে
পদ্মার তীর ঘেঁষে যে কাঁদে
সে কে?
ডাকাতের ডাহুক চোখ;হাতে স্কাভেটর হাতুরি
যমুনায় আছড়ে পড়ে যার লাশ;বুকে নিঃশেষ ছলচাতুরী
সে কে?
শরত এর কাশফুলের আঁকাবাঁকা চলন
শিহরন মৃত্তিকায়
নাচন ধরায় যার মনে
সে কে?
বিপত্তির মুখে,বরং দ্বিধা হয়
রজঃস্রবের রক্তে যে কবিতা লেখে
সে কে?
আজ এই সংকটে সবাইকে আমার অর্ঘ্য
যে মেয়ে অভাবে কাঁদে সে আমার মা!
যে মেয়ের লাশ নদীতে সে আমার ধর্ষিতা বোন!
যার চোখে শরত নাচন ধরায়,যার হাসির দিকে তাঁকিয়ে কয়েক বর্ষ পার করা যায়
যার রজঃস্রব পবিত্র কবিতা সে আমার চারু!
2020-04-09