স্বতন্ত্র প্রহরী বেষ্টিত অগণন গল্প কবিতার মাঝে অামি একা;এই জন উন্মোচন,মহাউল্লাস,সসস্ত্র উদ্বেল এর মাঝে অামি একা!
কতদিন পথের ধুলায় সিঁদুর রাঙিয়েছ কিন্তু অামি দেখি নাই
অামি তোমায় দেখিই নাই;কতদিন
এক,দুই না সহস্র অালোকবর্ষ সেকেন্ড দেখি নাই!
তোমার প্রতি চেয়ে থাকা অামি নই ক্ষুধাতুর
তোমায় না দেখতে পেয়ে অামি নই শোকাতুর;
অাকাশে ফালি ফালি হাসি উল্লাস~অামি মরে যাবো অবিকল মরে যাবো;তোমায় দেখতে না পেয়ে!
অসহিষ্ণুতার মনোভঙ্গি;অক্রিয় প্রেম~অামি একা;প্রচণ্ডরকমের একা যেমন খাঁচায় থাকা পাখি!
প্রতিনিয়ত ছবির বিনুনি,তোমার চিবুকে দেওয়া চুমুর অপভ্রংশ;সব সবই একাকীত্বের সংকীর্ণতা~অামি তোমায় দেখার জন্য নই স্বকাতর
কতদিন স্নিগ্ধতায় মুড়িয়েছ চাঁদ কিন্তু অামি দেখি নাই
কতদিন জ্যোৎস্নায় তোমার নাকে জোনাকি রাত নামিয়েছে কিন্তু অামি দেখি নাই
অামি তোমায় দেখিই নাই;কতদিন
এক,দুই না সহস্র অালোকবর্ষ সেকেন্ড দেখি নাই!
2020-04-12