আচ্ছা যদি প্রথম প্রভাতে এলোমেলো ঝড়ে হঠাৎ খুলে যায় জানালার কপাট,
অসময়ে ভেঙে যাওয়া ঘুমচোখে কুঁচকানো কপাল বেয়ে ঝরে পরা বিরক্তি নিয়ে তুমি যখন জানালায় এসে দাঁড়াবে,
দরজার দিকে তাকিয়ে একবারও কি বুঝতে পারবে কেউ এসেছিলো?
এই যে এক জন্মের উদ্দেশ্যহীন ছাপোষা প্রতীক্ষাদের নিয়ে আমি প্রতিনিয়ত তোমার বাম পাঁজরের নিকটে এসে ভীষণ অধিকারহীনতার গ্লানি নিয়ে ফিরে ফিরে যাই,
এসব অর্থহীন তীব্র প্রেমাসক্তির অন্তিম সৎকার করে তুমি কবে আমায় মুক্তি দেবে?