Review This Poem

আমার কেমন ডুবু ডুবু লাগে!
বসন্ত আগে না তুমি আগে?

তোমার শাড়িতে, চুড়িতে, ফুলো-বেণীতে,
এত কেনো লোভ লাগে;

চলোনা পলাশের মত ফুটু ফুটু হই,
কই? প্রিয়তমা, তোমার আচল টা কই?
ছুঁয়ে দেখো আমিই বসন্ত,
তোমার মানুষটা নই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments