বাংলা কবিতা, পঞ্চাশের বাংলায় কবিতা, কবি প্রিন্স রোমান পিকিউ - কবিতা অঞ্চল
4.2/5 - (6 votes)

আমি দায়বদ্ধ, সংশয়ে ক্ষুব্ধ-
আমার আছে আকাশ সমান ঋণ,
বাংলাদেশ শুভ জন্ম দিন।

আমি নিরুত্তর, নিরুত্তাপ-
উম্মাদে আহ্লাদে, তবু প্রশ্নহীন
প্রিয় বাংলাদেশ, শুভ জন্ম দিন।

আমায় কি আশায় করেছ স্বাধীন,
আমি নাগরিক সভায় মানহীন।
মসজিদ, মন্দির, সভা-সমাবেশ,
জনতার মসনদে, জনতার’ই আক্ষেপ!
শুভেচ্ছা নিও আমার প্রিয় বাংলাদেশ।

যদি ফুলে ভরা মাঠ, ভুলে ভরে যায়,
যদি ওয়ারিশ খোঁজে প্রিয় অন্তরায়-
আমি ঋদ্ধ বুকে তবু শুদ্ধের বাতাস বইব-
আমি যে বাংলার ওয়ারিশ, বারুদ বুকে সইব!
এ আমার মসনদে আমার’ই আক্ষেপ!
শুভেচ্ছা নিও, প্রিয় বাংলাদেশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments