Review This Poem

মহাসাগরের নামহীন কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই,
জগতের যত ভাঙা জাহাজের ভিড়!
মাল বয়ে -বয়ে ঘাল হল যারা
আর যাহাদের মাস্তুল চৌচির,
আর যাহাদের পাল পুড়ে গেল
বুকের আগুনে ভাই,
সব জাহাজের সেই আশ্রয়- নীড়।

কুলহীন যত কালাপানি মথি,
লোনা জলে ডুবে নেয়,
ডুবো পাহাড়ের গুঁতো গিলে আর
ঝড়ের ঝাঁকুনি খেয়ে,
যত হয়রান লবেজান তরী
বরখাস্ত্ হল ভাই,
পাঁজরায় খেয়ে চিড়;

মহাসাগরের অখ্যাত কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই,
সেই অথর্ব ভাঙা জাহাজের ভিড়।

দুনিয়ার কড়া চৌকিদারি যে ভাই
হুশিয়ার সদাগরি,
হালে যার পানি মিলে নাকো আর, তারে
যেতে হবে চুপে সরি!
কোমরের জোর কমে গেলে যার ভাই,
ঘুণ ধরে গেল কাঠে,আর যার
কলজেটা গেল ফেটে,
জনমের মতো জখম হল যে বুঝি;
সওদাগরের জেটিতে জেটিতে
খাজাঞ্জিথানা ঢুঁড়ে,
কোনো দপ্তরে ভাই,
খারিজ তাদের নাম পাবে নাকো খুঁজে!

মহাসাগরের নাম হীন কূলে
হতভাগাদের বন্দরটিতে ভাই
সেইসব যত ভাঙা জাহাজের ভিড়!—-
শিরদাঁড়া যার বেঁকে গেল
আর দড়াদড়ি গেল ছিঁড়ে
কব্জা ও কল বেগড়াল অবশেষে,
জৌলুস গেল ধুয়ে যার আর
পতাকাও পড়ে নুয়ে;
জোড় গেল খুলে,
ফুটো খোলে আর রইতে যে নারে ভেসে,
—-তাদের নোঙর নামাবার ঠাঁই
দুনিয়ার কিনারায়,
যত হতভাগা অসমর্থের নির্বাসিতের নীড়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments