মৌনী বাবা
—— প্রতাপ মণ্ডল
সাবধানে আজ ফেলছি পা, বুঝে শুনেই বলছি কথা
কাল হয়েছে এক প্রস্থ, গিন্নির আজ গরম মাথা…
ঘুম ভেঙেছে বেশ সকালে,বাইরে তখন অঝোর বৃষ্টি,
গিন্নী কেমন থম মেরে, আজ ঠিক হবেই অনাসৃষ্টি!
ভাঙাবো ঘুম? ভাবছি আমি,গায়ের পরে আলতো হাত
চিল চ্যাঁচানো অমনি শুরু, ভাঙলো বুঝি ঘরের ছাদ..!
আদর করে কাছে টেনে, একটা হাত মুখের পরে….
জোর একটা ধাক্কা দিয়ে, গিন্নী আমার গেলো সরে।
“ভালোবাসি তোমায়, ও গিন্নী, এসো নাগো একটু কাছে!
বাসলে ভালো ঝগড়াঝাঁটি, ওটা জানো নিয়ম আছে..!”
আগুনে যেন পড়লো ঘি! উঠলো জ্বলে দাউ দাউ…
দাঁত খিঁচিয়ে বললো আমায়,”অন্য কাউকে বিলিয়ে দাও।”
আপনারা যাঁরা পাঠক পাঠিকা, বলুন দেখি, কেমন কথা?
বাসলে ভালো ঝগড়া হবেনা? বুকে এখন দারুণ ব্যথা।
আজকে নাকি রান্না বন্ধ! সকাল সকাল রণহুঙ্কার,
বলেছি সব রাগের মাথায়, এটাও তো বোঝা দরকার!
দিনটা আজ খতরা খুব, সাজতে হবে মৌনী বাবা,
বেফাঁস যদি বলেই ফেলি, বাঘিনী ঠিক মারবে থাবা!
কাজ নেই আর কথা বলে, দূরেই থাকি, ওরে বাবা….!