ভাবনার অন্তরালে
———- প্রতাপ মণ্ডল
এক-একদিন চুপ করে থাকতে বড়ো ভালো লাগে
মনের সাথে মনের গোপন অভিসার, কত অন্তর্ঘাত
স্মৃতির পাতায় ডুব, কত জয়-পরাজয়….
ভাবনার অন্তরালে ভাবনারা এসে মাথা তুলে দাঁড়ায়।
ওরা আমায় হাতছানি দিয়ে ডাকে। উপেক্ষা করি সাধ্য কোথায়!
কবেকার সেই ফেলে আসা শৈশব, শৈশব আর কৈশরের সন্ধিক্ষণ
যখন সবে ভাবতে শিখেছে মন, কাউকে চায় একজন!
মাটি ভেজা সোদা গন্ধ, হঠাৎ বাতাসে ফুলের সৌরভ
তারপর, কোনো কিশোরীকে হঠাৎ ভালো লেগে যায় !
নদীর ধারে সাদা কাশফুল, ঘোলাটে জল —
দিগন্ত যেখানে মাটি ছুঁয়েছে, মনে হয় এক ছুট্টে চলে যাই!
সবুজ ধান, উড়ন্ত বকের সারি, জলপিপির ডুব
আমার মনে ওরা ছায়াছবির মতো ভাসে, তখন ইচ্ছে করে খুব;
আমি ওদের আর একবার হাত বাড়িয়ে ছুঁয়ে দিই….
কিন্তু হায়! হাত বাড়িয়ে ছুঁতে গেলেই ওরা মিলিয়ে যায়…
কৈশোর থেকে যৌবনে পা, সবকিছু কেমন যেন রঙিন
উদাসী বাতাস, বেল ফুলের গন্ধ, হঠাৎ বৃষ্টি রিমঝিম
আজ পড়ন্ত বেলায় ফেলে এসেছি সেইসব দিন….
চাঁদের আলো যখন ভিজিয়ে দেয় ধরিত্রীকে,
আমি তখন একলা ছাদে, পিছন ফিরে যেতে বড়ো সাধ জাগে;
মনের সাথে মনের গোপন অভিসার, কত অন্তর্ঘাত–
এক-একদিন চুপ করে থাকতে বড়ো ভালো লাগে…..