কবে যেনো চলে গেছে বসন্ত…!
তবুও কেনো বসন্তের কবিতা লিখি?
আড়ামোড়া ভেঙে ছুঁতে পারি কই সুখ…!
তবুও দু’ চোখে কেনো স্বপ্ন আঁকি?
রোজনামচায় চাপা পড়ে যায় আমার রব
মনের কথা মনেই যায় মিলিয়ে!
কিচ্ছু নেই আমার হা-হুতাশ ছাড়া
সবই তো দিয়েছি তোমায় বিলিয়ে…..
ছেঁড়া ছেঁড়া স্বপ্নরা অধরা থেকেছে চিরকাল
সবার জীবনেই শুধু একবারই হয় সকাল…..
তোমার জীবন থেকে বসন্ত চলে গেছে তাই না?
তবে তুমি আর কিসের জন্য অপেক্ষা করো?
ভাঙা স্বপ্ন যে আর কখনো জোড়া লাগে না —
আবেগগুলো সরিয়ে, সময়টাকে আঁকড়ে ধরো।
কালের প্রভাত কে দেখেছে আর….!
যদিও নিয়ম করে আবার সূর্য ওঠে।
এভাবেই কেটে যাবে কাল, বুঝলে?
তোমার সূর্য যেতে বসেছে এখন পাটে।
কালো রাত্রিটা ডুবে যাবে গহীন কালো আঁধারে
ছেঁড়া স্বপ্নগুলো বৃথা জোড়া লাগাবার চেষ্টায়–
মন কেঁদে ওঠে ডুকরে……