আমিতো কবি নই, তবু আজ কিছু লিখতে চাই….
হে বিদ্রোহী কবি, নতশিরে তোমায় প্রণাম জানাই।
বিদ্রোহ আজও হয়, কলমে কাগজে
জাতিভেদ আজও আছে সবার মগজে
আসলে লাটাইটা ওদের হাতে, আমরা তো ঘুড়ি
ওরা যখন যেমন ওড়ায়, আমরা তেমনই উড়ি।
সাম্যের কথা মুখে বলে শুধু, আসলে বিভেদ বড়
বাঁশেরা পলকা হয়, কঞ্চিরা অনেক বেশী দঢ়
সেকেলে ধ্যান-ধারণা এখনো সবার মনে
লড়াইটা সেইযুগ থেকে চলছে গোপনে
বেশী বুঝলে বা বোঝালে প্রাণটা যেতে পারে অকালে
দাঁড়িতে টিকিতে এখনো দেখা হয় রোজ প্রভাত কালে।
হে কবি, কাকে দিয়ে গেছো তোমার বুকের আগুন?
বর্ষায় পাড় ভাঙে খরায় ফুটিফাটা মাঠ, কোথায় ফাগুন!
তবে কি আগুন ছিলো তোমার কলমে?
আমাকে থাকতে দাও না তোমার ওমে!
ভেঙে দিতে চাই কলমে, যতো আছে বিভেদের সীমারেখা
আজও কাগজে কলমে না হয় বিদ্রোহ হোক লেখা…!
গণ্ডীর বাইরে পারিনি যেতে, আওড়াই শেখানো বুলি
পদানত আজও সেই ক্ষমতার কাছে, শিরোস্ত্রণ খুলি।
ক্ষমা করে দিও আমাদের যত ভুল
এখনো ফোটে একই বৃন্তে দু’টি ফুল
জানিনা কাদের স্বার্থে চলে এতো বিভাজন রোজ….!
ফিরে এসে দেখো, এখনো করি আমরা তোমার খোঁজ।