Review This Poem

। কথার জালে।

একটা ঘর দিও কবি, মাটির ঘর হলেও চলবে….
একটা ছোট্ট উঠোন থাকবে, আর একটা দোলনা
আমি দোল খেতে খেতে তোমার কবিতা শুনবো
দেবে একটা ঘর? ও কবি, একবার বলো না…

একটা বিকেল দিও, নদীর ধারে পাশাপাশি হাঁটবো।
একটা কোনো বুনোফুল, পরিয়ে দিও আমার চুলে,
সূর্যাস্ত পেরিয়ে যখন গোধূলি নামবে, আকাশ রঙিন
ও কবি, একটু কথা বলো নাগো, মন খুলে……

একটা শীতের সকাল দিও, কুয়াশা রেখো না যেন!
মখমলি ঘাসের ডগায়, শিশিরবিন্দু রেখে দিও….
শিশিরকণায় ভিজিয়ে পা, হেঁটে যাবো অনেকটা
ও কবি, তুমি তো বাধা দেবে! হাত ধরে টেনে নিও।

চাইনা কোনো বসন্তের বিকেল, শিমুল পলাশ থাক
কৃষ্ণচূড়ার আগুনে আমি, আর চাই নাগো পুড়তে…
একটা হেমন্তের মাঠ দিও কবি, সোনালী ফসল
ভাঙা মনে একটা সাঁকো, পারি যেন মন জুড়তে।

একটা শরৎ আকাশ দিও, আর দিও কিছু কাশফুল
তুমি একটু সময় দেবে তো কবি, শরৎ সকালে…!
আমি এবার যাই, চৈত্র আসছে খুব বেগে ধেয়ে
ও কবি, দোহাই তোমায়! বেঁধো আর কথার জালে।

𝓟𝓻𝓪𝓽𝓪𝓹 𝓜𝓸𝓷𝓭𝓪𝓵

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments