তুমি অপ্সরা নও, নও কোনো নামজাদা কবি
কি জানি…! তবু কেন ভালো লাগে এতো!
শুধু একপলক দেখেছি তোমার মায়াবী ছবি
মনে হয় সবটা বিলিয়ে দিই, ভালোবাসা যত।
পাথরের চোখ নয়, তুমি নও কোনো পাষাণী
তোমার দৃষ্টিতে ঝরে পড়ে অজস্র বেদনা,
জানি, তোমায় পাবো না আমি কোনোদিনই
তবু পূর্ণ হোক, তোমার যত মনোস্কামনা।
জানিনা তোমার ঠিকানা, কিইবা তোমার নাম
তবু মনে হয়, তুমি আমার কতদিনের চেনা!
তোমার ছবিটা যে, আমার দু’চোখের আরাম
তুমি ছাড়া আমি একমুহূর্তও থাকতে পারিনা।
কত কথা বলি দু’জনে…! বাধা নেই কোনো
তোমার কপালের টিপটা কি দারুণ মানানসই,
শুধু দু’চোখের যত জল, সব আছে লুকোনো
তুমি কি জানো? আমি তোমার কেউ হই…!
যদি দেখা হয়ে যায়, হঠাৎ ভিড়ের মাঝে
জানি, তুমি পারবেনা আমায় তখন চিনতে,
তোমার ঠোঁটের করুন হাসিটা বুকে বড় বাজে
কতটা ভালোবাসি, তুমি যদি কখনো জানতে!