আশায় আশায়
——— প্রতাপ মণ্ডল
জানিনা গো, কেমন করে মলম দেবো তোমার ক্ষতে..!
তবে কি জানো! আমরা সবাই বেঁচে আছি কোনোমতে
পোড়ে যখন বুকের ছাতি, মনে মনে খুব চ্যাঁচাই
নইলে ধরি বেসুরে গান, একটু যদি শান্তি পাই..!
অধরা যখন সুখ পাখিটা , আমরা তাকেই চাই পেতে।
যতই বলি কষ্ট আমার, কষ্ট কিন্তু সবার আছে
কেউবা আবার কষ্ট সয়েই, হাসিমুখে কেমন বাঁচে!
বাঁচার রসদ আশাটুকু, আসে যদি সুখের দিন..!
সাদাকালো স্বপ্নগুলো হয়তো হবে আবার রঙিন
দুঃখ হলো শেষ সম্বল, সবার কাছেই রাখা আছে।
কি আর বলি তোমায় বলো! সান্ত্বনা দিই কেমন করে!
দুঃখগুলো পাওনা ভেবে, ওদের রাখি জাপটে ধরে…
ভাবছো হয়তো কথার কথা! সত্যি কিন্তু এটাই জেনো
মনের মধ্যে প্রশ্ন আসবে, সুখ থাকতে দুঃখ কেনো?
সুখটা যখন জাপটে ধরি, আছড়ে পড়ে মাটির পরে।
অল্প সময় সুখ আসে, দুঃখ কাছে থেকেই যায়…
নাই ভাবলাম সুখের কথা, দুঃখ কিন্তু বাঁচতে শেখায়
তাই বলে কি সুখ পাবো না! থামাও দেখি কান্না
খুব কেঁদেছো সারাজীবন, বলছি তো আর না।
ঘুরছে চাকা এটা জেনো, তাইতো বাঁচি আশায় আশায়।
নাই ভাবলাম সুখের কথা, দুঃখ কিন্তু বাঁচতে শেখায়।