অনেককেই আমি বলতে শুনেছি-
চাওয়ার মতো করে চাইলেই নাকি, সবকিছু পাওয়া যায়;
তাদেরকে বলতে চাই, তবে এই যে প্রিয় মানুষটাকে হারানোর জন্য এতো সব হৃদয় ভাঙ্গা কান্না, বুকের ভেতর রক্তক্ষরণ, পাগল হয়ে যাওয়া- এরা কি অন্য কোনোভাবে চেয়েছিলো প্রিয় মানুষটাকে নিজের করে রাখতে?
আসলে সব প্রেমিক কিংবা প্রেমিকাই চাই, তার প্রিয় মানুষটা তার কাছেই যেনো থেকে যায় আজীবন। কিন্তু কি বলুনতো, চাওয়ার সাথে যে ভাগ্যেও থাকতে হয়, তবেইতো পূর্নতা পায় একটা ভালোবাসা, পূর্ণতা পায় একটা সম্পর্ক। ভাগ্যে না থাকলে, আপনি আগলে রাখার জন্য যতই যায় করেন না কেনো, প্রিয় মানুষটা আপনার কখনোই আপন হবেনা।