১.
তাহলে চলো ফিরে যাই গুহা যুগের আগের যুগে
পোশাকের দাম নেই আর
অর্ধনগ্ন শরীর , অর্ধ নগ্ন মানসিকতা
আর একটা নগ্ন রাষ্ট্র
তেড়ে আছে শরীরের দিকে
২.
আমাদের সৌজন্যের পোশাক খুলে যায়
শুধু শরীর দেখতে পাইনা বলে মানতে চাইনা
হে রাষ্ট্র শুনছো
সময় এসেছিলো
নগ্নতার নতুন সংঞ্জা লিখতে হতো
2021-02-06