1/5 - (2 votes)

হয় ত বা,
তোমরা প্রেমিকাকে ভালবাসো মস্তিষ্ক দিয়ে।
হয় ত বা,
তোমাদের ভালোবাসা হলো তোমাদের সুপরিকল্পিত এক সম্পর্কের ছক।
যে ছকের প্রতিটা ঘরে সাজানো থাকে বিভিন্ন মানের কথা।
যে মান একটু দশমিকের দিকে নড়চড় হলেই পুরো ছকটা পাল্টাতে চাও।

হয় ত বা,
তোমাদের ভালোবাসা ক’টা মাস ব্যাপী অনুষ্ঠিত একটি মানসিক খেলা,
হয় ত বা কিঞ্চিৎ দৈহিক।

হয় ত বা,
তোমরা ভালবাসো মগজ দিয়ে,বুদ্ধি খেলিয়ে।
ভালোবাসো বিভিন্ন কথার মাধ্যমে।

হয় ত বা,
তোমাদের ভালবাসা চাহিদা ভিত্তিক, সবিশেষ চুম্বন কেন্দ্রীক।
এই চাহিদা অথবা চুম্বন
তোমাদের মস্তিষ্ককে উর্বর করে,উষ্ণতা দেয়।

হয় ত বা,
তোমাদের ভালবাসা নিত্য যোগাযোগের ,
তবে বোধ হয় সে যোগাযোগ মনের সাথে মনের নয়,
মগজের সাথে মগজের।

হয় ত বা,
তোমরা তোমাদের হৃদ-তরী প্রেমিকার হৃদ-ঘাটকে পাশকাটিয়ে প্রতিনিয়ত বেয়ে চলো ত্রিবেণীর ঘাটের উদ্দেশ্যে।

তোমাদের সে যাত্রা সফলও হয়।হউক, ক্ষতি কি তাতে?
তাও আমি বলব,
তোমরা সে ঘাটে খানিক বিশ্রাম নিয়ে
রওনা হও তার সেই হৃদ-ঘাটের দিকে।
হৃদ-তরী ঘোরাও,
চলে যাও ত্রিবেণীরঘাট থেকে তার হৃদয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments