বাবা
কেমন আছো?
আশা করি ভালো আছো।
মা কেমন আছে? আমি ভালো আছি। ভালো থাকবোইবা না কেনো! তোমরা ভালো থাকলে আমি কি আর ভালো না থেকে পারি। তোমাদের কখন কি প্রয়োজন আমাকে জানিও। আমি এ মাসের বেতন পেলে তোমার একাউন্ট এ টাকা পাঠিয়ে দেবো। সে টাকাটা তুমি যেভাবে খুশি সেভাবে খরচ করো। আমার জন্য ভাবতে হবেনা। আমি ভালো আছি। ঘরের জন্য কিছু চাউল কিনে নিও। দামের জন্য চিন্তা করোনা। যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। বাজারে আসলে কিছু ফল কিনে নেবে। প্রতিদিন এক দুটো করে ফল খেও। অনেকদিন তোমাদের দেখিনা। দেখি সময় করে একদিন বাড়ি আসবো। তুমিও যদি একদিন সময় করে আমার এখানে এসে থেকে যেতে অনেক ভালো লাগতো। বাড়ির অবস্থার কথা জানিও। আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও। ভালো থেকো।
ইতি —
তোমার ছোট ছেলে
আলমগীর কবীর