২ নম্বর রোড
জামগড়া,শিমুলতলা
আশুলিয়া,সাভার,ঢাকা
১৬-০১-২০১৪,সন্ধ্যা
প্রিয় সূচনা,
আশা করি তুমি ভালো আছো।রোদে রোজ চুল শুকাও,আজও কি বৃষ্টিতে ভিজ?চোখে কি চশমা পড় আগের ফ্রেমের।বড় আধুনিক হয়েছো তুমি।সাদা সালোয়ার কামিজে তোমায় খুব সুন্দর লাগে।আগের মতো গাছে পানি দাও,রাতে কফি খাও বই পড় জেগে।তোমার কি পুরনো দিনের কথা মনে পড়ে নিয়ম করে খোঁজ রাখিও।ছাতা মাথায় দিয়ে চলে গেছো দূরে দেখোনি নিরবতা,ভেঙ্গে গেছে মন হয়ে দুরত্ব।
যাই হোক অনেক দিন পর তোমার কথা মনে পড়লো,তুমি যেখানে থাকো ভালো থেকো।
ইতি,
তোমার প্রিয়
মিনহাজুল ইসলাম সৌরভ