আর কটা দিন করবে সবুর ভাই
ছুটির পরে যাবো তোমার বাড়ি,
ভুলিয়ে দেবো দুঃখ আছে যতো
ভাঙিয়ে দেবো তোমার সকল আড়ি ।।
ভাসছে চোখে পুরনো সব দিন
মারছে উঁকি তারা ক্ষণে ক্ষণে ,
ঘুড়ি -লাটাই কিংবা আচার বয়াম
চোখের জলে আজকে পড়ে মনে ।।
গ্রীষ্ম দুপুর চিলেকোঠা ঘর
লুকিয়ে পড়া নিষিদ্ধ বই সেথা,
পাড়ার জলসা প্রথম জর্দা পান
ভলেনটিয়ার স্ব- ঘোষিত নেতা।।
শীতের দিনে স্নানের ঘাটে গিয়ে
নামতে জলে মনঃটা কি আর চায়,
গামছা ছুঁড়ে বেশ কিছুটা দূরে
ডোবার আগে ঝাঁপিয়ে তোলা তায়।।
আজকে আফিস ভীষণ কাজের চাপ
ছুটির ঘণ্টা বাজতে দেরি নেই,
জীবন- নাট্যে পড়বে যবনিকা
সময় তোমার ফুরিয়ে যাবে যেই।।