সেদিন স্বপনে,
চামড়া খুলে দেখি রক্তনদীর কল্লোলে
ভেসে ওঠে পৃথিবী,নর-নারী, তারা!
শালিক উড়ছে চামড়ার ভেতর,হৃদপিন্ডে
ওদের নীড়,স্থিতিস্থাপক পাখির বাসা।
নদীর জোয়ারে পা ঠেসে বসে কঙ্কাল
চক্ষু তার বন্ধ,কাপে ঠোট, কাপে স্কন্ধ
চামড়া খুলে দেখি রক্তনদীর কল্লোলে
ঠোটের চারিপাশে ভেজা ফোলা ঘাম
শালিকের ঝাপ্টায় দুমড়ে মুচড়ে যায়
নদী;বেকে ওঠে লাল কঙ্কাল
সেদিন স্বপনে।
2022-01-30