5/5 - (2 votes)

চেতনায় পোতা বৃক্ষ;বিরাট শীতল বটবৃক্ষ।কিরকম টলমলে রোদ্দুর ধোয়া পাতা,চেয়ে দেখি নিরিবিলি;শান্ত নিরালায় ঘুমিয়ে হরিণী—নেত্রজুড়ে বিষাদের মাফলার ;চামড়ায় মোড়ানো মহল্লার বল্লভদের খয়েরী বাদামী গাভীর দুগ্ধ সর যেন;চোখে চেয়ে দেখে আমারে!
কি চায়?
কি চায়?
‘কি চাও?’—শুধালাম তারে।
দেখলাম স্বপ্ন —স্বপ্নেরই মতোন উড়ে উড়ে যাই পানে;আহবানে।
আমি এক বন্যহরিণ—
হরিণীর বুকে পোতা উষ্ণ চাদর;লোমশ কোমলতা!
আহা!হঠাৎ চেয়ে দেখি তার চোখে
এ যে ছিল দুঃখ, এ কি ব্যথা!
কেন বুঝিলাম না আগে,হরিণী?
এ যে ছিল মরণের ফাদ!বৃক্ষের
তলে মৃত তুমি,উড়ছে যে আভাস

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments