কিরকমভাবে পা ফেলে যায় বন্য হরিণ,কাদার মাটি—শুকনো মাটি—মৃদু মৃদু মাটির গন্ধ লেগে থাকে চামড়ায়,
নদীর পিঠে হরিণের চুমুক,শিং যেন স্বর্গের দ্বার,
মাঝেসাঝে চিতার ক্ষুধা নষ্ট করে দেয় সঙ্গ,হরিণের দাত।
যেমনি নারী নিয়ে গেল হৃদপিন্ড,ফেরত দেয় নি বহুকাল;সঞ্চিত বেদনা ঘা দিয়ে যায়;
স্নায়ুর ভেতর ঘা দিয়ে যায় বন্যহরিণ।
2022-01-30