দুরন্ত সময়ের সাথে
পাল্লা দিয়ে ছুটছি
লাগামহীন ঘোড়ার মত,
তবুও সময়ের সাথে তাল মেলাতে পারিনা।
দুচোখে শূন্যতা ভর করে মৃত পাখী হয়ে,
আঁজলায় জমানো সুখটুকু
বেহিসেবী খরচ হয়ে গেছে।
চোখের জল চোখেই শুকায়,
রেটিনা ঠিকরে আর আলো ঝরে না।
কুয়াশাজড়ানো সকাল হাতের নাগালে,
জানালার কাঁচে তুষার জমে পুরু হয়ে।
আঙ্গুলের ডগা দিয়ে অতীত আঁকি কাঁচে।
সকালের শিশির বিন্দু
পাপড়িতে বসে আলগোছে,
মধ্যগগনে সূর্যকে মাথায় নিয়ে হেঁটে যাই।
জীবনের সব গান,
সব সুর হারিয়ে ফেলেছি কোন এক ভুল সময়ে।
তাঁর ছেঁড়া বীণায় আর সুর উঠে না।
তবু এই শূন্য অবনীর পরে
হেঁটে চলেছি মহাকাল ধরে
ফেরারী সুখের নাগাল পাওয়ার তরে…
2021-10-23