⌠আলোক রাত্রি প্রেম | স্বর্ণসাঁঝ তৃষ্ণা⌡
নিশিথ বঁধু ভাবছে শুধু একেঁছে যা এ জীবনে
কাব্য হয়ে গিয়েছে তাই অতুল আবেগ বানে
এ ধরার যত সুন্দর আছে নিয়েছে আত্মা ভরি
অমিয় স্রোত অমৃত ধারায় আকন্ঠ পান করি
এত সুন্দর সাঁঝের আলো যায়নি চোখের আঁড়ে
সোনা রঙ মাখা সাঁঝবঁধু তাঁর মুগ্ধ দৃষ্টি কাঁড়ে
পৃথিবীর যত কালোর আঁচড় আছে মৃত্তিকা পরে
আকাশদেবের কান্না তা দেখে শিশির হয়ে ঝরে
নিশির অপার রূপ সুধা যেন রূপালি আলোময়
আলো প্রভার প্রাণ ঘেষে এক শান্তি বাতাস বয়
অনেক যুগের তপস্যা তার রাত্রির পিছু ধরা
হায় অবোধ ! আগমন তোর মৃত্যু রঙিন করা
বোঝোনা কেন রাত্রি সনে এভাবে মিলতে নেই
মিলনবেলা আসবে দেখো তোমার অজান্তেই
অবোধ তুমি রাত্রি বঁধুর আঁচল ধ’রতে চাও !
দেখো একদিন তোমার তরে ভিড়বে রাত্রিনাও
শিশুর মত কেঁদো না তুমি নিশিরে পাওনি ব’লে
একটু ভাবো তোমা তরে সে ভাসছে অশ্রু জলে
সারাক্ষণ ধরি গাঁথলে তুমি নিয়ে তারে ভুলমালা
প্রতি ভোরে জ্বলে উঠে সে জুড়ায় মনের জ্বালা
তোমারে কত সত্যি ভেবে ভোর হয়ে জেগে ওঠে
তোমার নামটি লেখা আছে তার স্বর্ণকপাল পটে
যখন তুমি তারে ছুঁতে চাও প্রবল আবেগ নিয়ে
না পারা ব্যথা শিশির হয়ে গড়ায় ললাট বেয়ে
নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতে
পেছনের কত কষ্টস্মৃতি যে রইবে নির্বাসনে
ভুলে যেয়ো না কখনো তুমি মিলন শুভক্ষণে
এই বিরহ পার হয়ে তুমি পাইবে রাত্রি দেখা
প্রিয় নিশিথের মৃনাল ভূজে পরায়ো স্মৃতিশাঁখা
_______________________________________________
সাম্প্রতিকতম – ⌠দ্বান্দ্বিক ক্যানভাস⌡
_______________________________________________
এ এমনই কথাকাব্য…
একটা উজ্জ্বল নীল মলাটের দিনলিপিতে দৈনিক বিসর্গ ও চন্দ্রবিন্দুর কোলাহলে এক জোড়া ক’রে বিরহী পৃষ্ঠা উৎসর্গিত হ’তো প্রেম উন্মাতাল কাব্যের জন্যে… এ প্রেম এতই কঁড়া, এত কাল অনর্থের পিছনে হাপিত্যেশ ছুটোছুটির যুগান্তর অবকাশের পরে’ও কোন সুন্দরী রূপোলী মৎস কখনও ভুলেও এর পৃষ্ঠা কাটতে আসেনি… আজও তেমনি প্রোজ্জ্বল রয়েছে ‘প্রমিত’ কৃষ্ণাক্ষর, মলিন ধোঁয়াটে হয়নি… “যশোর ২৮ জুন ১৯৯৫ বুধ দাগাঙ্কিত” কাব্যখানি দেখলাম ত্রিতাল বিরহী মিলন ছন্দে মিত্রাক্ষরে দ্বাত্রিংশ চরনে রচিত, মোটামুটিভাবে ২৮ বছর আগের রক্তক্ষরণ… আজ কৃত্রিম বুদ্ধিমত্তার সালোক সংশ্লেষনের ইথার যুগে’ও যেন থেকে থেকে বিরহী পিঁয়ার হা-হুতাশ একই রকম বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গে আঘাত ক’রে চলেছে… এমনই এ প্রেম কথাকাব্য…!
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]
2023-08-25