ভালোবাসার দিবসে -ভালোবাসা নাহি প্রকাশ পায়,
যে রবে হৃদয়ে -সেই তো থাকে নিরবতায়।
কেনো আজি ফুটিতে হবে ফুল ?
সে ভুল আমার হতে পারে,
তার কি করে ক্ষেসারত খায়?
জীর্ণ শীর্ণ বাহুবলে পৃথিবী ঘোরে ডিম্বাকারে,
আমিও সেই অবস্থানে, যে অবস্থানে -পৃথিবী ঘোরায় মোরে চক্রাকারে।
পৃথিবী কি তবে সেই??
যে হয় প্রাকৃতিক ও প্রাণীর তরে।
তাঁরা নক্ষত্রের মতো যদি বলি, তুমিই সে আমার পৃথিবী।
মানবে কি তোমাদের জুগল পথ?
যে পথে আমি বারবার হাঁটতে রাজি আছি।
আকাঙ্খার হয় নাহ শেষ,
শেষের শেষ উপসংহার, তাও তো সে অ-শেষ।
2022-02-19