Review This Poem

সে উদিত সূর্যের নীল আকাশ,
বা কালো মেঘে ঢাকা চাঁদ তাঁরার নিশী।
চাইনি উপহার সে চিত্তচাঞ্চল্য।
চেয়েছি শুধু নীরব হৃদ কম্পাঙ্কের সমুদ্রপৃষ্ট ।
সে যেমন মন্ত্র রচে শত তরঙ্গ ভঙ্গে,
আমিও যে বাঁচতে চাই সেই অভিলাষিণীর ভুমি-খন্ডে।
একাকী, নির্জন, শুধু তুমি আর আমি,
মাঝেমধ্যে শুধু তরীর আনাগোনা হবে।

জানো তো,
মূহুর্ত মোহিত প্রভাত ,
ক্ষণে প্রাণ যায়, আবার ভালোবাসা শেখায়।
তোমার ঐ রাঙ্গা প্রভাত, আমার কাম্য নয়।
কুয়াশার মতো যদি মিলিয়ে যাই -হলে প্রখর সূর্য,
তবে কে নিবে দায়ভার তোমাকে বোঝাবার। উপহারের পাত্র কোথায় গেলো?
প্রহর থেকে প্রহর,
প্রহরিণী হবে তুমি -নিষ্ঠুরতম প্রহরের।
চাই না আমি নুনের বিন্দু বিনিময়ের উপঢৌকন হউক।
এই যা,
বলতে বলতে তোমায় বিচলিত করলাম না তো?
ছাড়ো, আশার কথা শোনো।
যে শহরের হয় না তুলনা কোটি শহরের,
সে শহরে তিল-ঠাই আমার চাই।
কোলাহল-মুক্ত মনের শহর সাজিয়ে রেখো আনন্দে ও উল্লাসে,
কোনো একদিন লিখে দিয়ো আমার মনের দলিলে,
সেদিন না হয় সকাল দেখবো তোমার মনের দুয়ারে দাঁড়িয়ে।
জানি তোমার অন্ধকার প্রিয়,
লবণাক্ত অন্ধআলোকগুলো নাহয় আমার করে দিয়ো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments