হাত ছাড়া বেহাত কথা,
কতো জনে দিবে দোষারোপ।
শান্ত মনে প্রান্ত খুঁজো,
আছে যা সব চোখ বুঝে ভালোবাসো।
বলার বাক্য যাযাবর এখন,
শব্দ ফেটে হয়েছে মোর ছানা।
আবেগ ভেজাল শব্দজোটে,
নিখোঁজ সে থাকে আনমনে,
আভিমান চন্দ্রকে দেখলেই ফুটে উঠে,
পক্ষে পক্ষে জেগে থাকে।
শোনো তুমি আড়ি পেতে গান,
বলো না তুমি তার তাৎপর্য,
অবশেষে জীবন যদি না পায় কূল,
তবে প্রেমমূলক দুঃখই তার সঙ্গ।
সামর্থ্যের বাহিরে যা আছে চিরো,
দেখি না সেসব অহেতু বড় স্বপ্ন,
আছে শুধু ছোট ছোট শখ, ইচ্ছেগুলোও যেনো নয় অপূরণীয়।
গুরুত্ব দিতে গিয়ে সব, হারাবো আমি জীবন মহল।