জানো কি তুমি তোমার দৃশ্যের অবস্থান,
যে দৃশ্য আজো পায় নি কোনো জ্যোতিষীর নাগাল।
ভোর-গোধূলি দিব্যি উপভোগ্যোই হলো,
কিন্তু জানো না,
কাঁথা-বালিশ কেরে নিলে রাতের ঘুম হবে হারাম।
তিমির আঁখি যুগলে তোমার, আলো ছায়ার নির্জাস,
তবুও ভুলেও ভুলো না,
ব্যক্তি জীবনের গুণাবলি আর বিকাশ।
সে সুখেই থাকো অম্লান,
যে সুখ পৃথিবী করেছে তোমাকে দান।
যে কন্ঠ বানিয়েছে সুর, সৃষ্টির-ও তরে,
রচনা করো তাঁর,
মানব মনে মুক্তি না পেলেও, মুক্তি পাবে নিজের কাছে।
ওগো অসুখ বাসি,
গড়ো কুঠির ঐক্যভাবে,
সে কুঠির যেন ঝড়ে না ভাঙ্গে।
2022-02-19