খোলা কুন্তলে সিঁদুরের বর্ডার চিত্রিত করা,
অন্ধকার যেখানে হার মানে, সেই আঁখি যুগলও ভিঞ্চির হাতের মোনালিসা।
অর্ধ্য টোল গালের ন্যায়, কপালটা যেনো ভাবাপন্নে ভরা।
সেই শব্দে আবারও বলি কলঙ্ক হবে চাঁদের,
তুমিই একমাত্র সুন্দর -সৃষ্টিকর্তার হাতের।
গোলাপের যেমন পাপড়ি ফোটে,
ফুটেছে তোমার ঠোঁট, মাঝারি পার্পেল রঙে।
শিল্পীরাও যে আকৃষ্ট হবে,
বলেছে রুদ্র গোস্বামী নিজে।
মাধুর্য্যতার মাধুরি যে এতো সুন্দর হয়,
কর্দমাক্ত দেবী না দেখলে বোঝা বড় দায়।
অস্পষ্ট অনুভূতি থাক সবার মনে সবসময়,
তোমার নাকের সৌন্দর্যে, ভাষাবিদরাও ডরায়।
ভঙ্গিমা তোমার অটুট থাক, ভালোবাসা থাক অন্তরে।
জীবন যখন অচিন প্রবীন,
নবীন থাক তখন গহীনে।
অভয়াপণ্য-মায়ায় আমি, হাওয়া হতে চাই ।
সর্বভুক হয়ে পাশে থেকো, আমিই সে ভস্ম হবো তাই ।