আমি মরে গেলে যদি শোকসভা হয়,
তাতে কি সামিল হবে তুমি?
পৃথিবীর তরে সূর্য্যের মোর সূর্যাস্ত হবে সেদিন, জানলে পরে তুমি।
চাই না আমি নতুন সমুদ্র হউক,
নতুন করে বহুক কোনো তরী।
আমি জানি, সমস্ত নদীর জল সেদিন তোমার চোখে হবে নোনাপানি।
চাই নাহ আমি -সে জলের স্রোত,
যে জলের স্রোত -শুধু-বয় মাছের কোলাহলে।
আমি চাই শুধু তুমি আমার হয়েই থাকো জেলেদের বুকে।
কিনারায় কিনারায় যখন শামুক কাটার ভয়,
তখন আমি নাহ হয় থাকলাম ভ্রমর হয়ে-রক্ত শূন্যতায়।
মন চায় বিলাসী হই, মধুচন্দ্রিমার চন্দ্র হই।
কিন্তু মৌচাক?? সে কোথায়! পাবো আর কই?
ভ্রমর যখন মধুবনে গায়,
ফুল সে তো বাতাসের তরঙ্গে দোলে,
কোন ফুলে আছে,আর কোন ফুল ভ্রমনের ডাকে নাচে!
আমিও তাদের কন্ঠক, যে কণ্ঠ ভ্রমরের ব্যর্থতা উৎথাপন করে ।
বৃক্ষ যদি হয় মোর প্রাণ, তবে শেষ মর্মে আমার এই হৃদবৃক্ষ – তাঁরই প্রতি সোপান।
2022-02-19