মনের ডানা উড়ুক প্রান্তে,
মন বসে থাক মনের অজান্তে।
কারণ খুঁজুক চিন্তাময়ী,
আমি হলাম পথের পথিক, ঘুরিফিরি আর তাঁকেই খুজি।
গোল্লার মতো মিষ্টি, সমুদ্রের মতো নোনতা, নাকি তেঁতুলের মতো টক!
কিসের স্বাদে জানি নাহ, তবে আমার স্বাদে তুমি।
যদিও তার নেই কোনো মধুর স্মৃতি।
রঙিন স্বপ্নে বোনা তোমার ঐ দু-আঁখি,
তবুও ফিরে চাই, ভালোবাসতে যে জানি।
কতোটুকু লজ্জার লাল কিভাবে যে বলি,
যতোটুকু লাল ততটুকু হৃদয়স্পর্শী।
মোহের মায়ায় মোহিতো আমি,
তোমার আঁকা চরণে, আমিও স্মরণগামী ।
আবেগে গলে মন, তবুও ভালোবাসায় নির্যাতন ।
আছি শুধু, আছি নাই
অভিমানে ভালোবাসার অভিলাষ জানাই।
প্রয়ণের নিয়তিতে কি হবে কে জানে, তবুও আছি শুধু টুকটুকির টুক টুক হয়ে।