যদি একটু একটু করে কাছে আসতে চাও
যদি আলতো হাতের ছোঁয়া পেতে চাও
তবে বৃষ্টি হয়ে এসো, নয়তো মৃদু বাতাস।
যদি মেঘের ভেলায় ভাসতে চাও
যদি চাঁদের আলোয় গা ভাসিয়ে দিতে চাও
তবে আমি হবো স্বচ্ছ নীল আকাশ।
সারাক্ষণ আমার সাথে লুকোচুরি খেলবে
আর… মাঝেমাঝে ফিসফিসিয়ে কানেকানে বলবে
আমি তোমায় ভালোবাসি
খুব ভালোবাসি
খু উ ব খু উ ব।