কানেকানে গুনগুনিয়ে
উড়ে ঘুরে গান শুনিয়ে
কামড় মারে কুট্টুস।
থাকা যায় না কোথাও বসে
পেট ভড়িলে রক্ত রসে
কাইট্টা পড়ে ফুট্টুস।
হাটে ঘাটে অফিস বাসা
সব খানেতেই থাকে ঠাসা
নাকেও থাকে বসা।
খেতে শুতে শান্তি পাই না
ওদের জ্বালায় কোথাও যাই না
কী যে হলো দশা।
সারাক্ষনই ওদের জ্বালা
কান দু’টো হয় ঝালাপালা
শান্তি পাবো কখন।
বৃষ্টি হলে ভিজবে পাখা
মাটি থেকে গাছের শাখা
বিদায় নেবে যখন।
তাইতো আমি বৃষ্টি ডাকি
কাজ কর্ম সব ফেলে রাখি
হাত দু’খানা তোলে।
সাথে ঝড়ো হাওয়া এলে
মশা যেতো সবই চলে
দরজা দেই খোলে।