পৃথিবী যেন রঙে হয় রঙিন
আঁধার মুছে দাও আগে,
অন্তরের কাদা ঢেকে দাও রঙে
চিত্তেও যেন রং লাগে।
সব রাঙিয়ে দাও আবিরের রঙে
লাগুক রং নৌকার পালে,
মুছে দাও যতো ভিতরের কালো
ভৈরবী নৃত্যের তালে।
সব বিষন্নতা ধুয়ে মুছে দাও
নোংরামি আছে যতো,
মানুষ মানুষে মিলেমিশে থাক
হয়ে যাক আগের মতো।
সকলের বিবেক জাগিয়ে তোলে
আবিরের রঙে রাঙাও।
হিংসাত্বক আগুন নিভিয়ে দিয়ে
মনুষ্যত্বের জয়গান গাও।