ভেজা চোখ-
একটি ছাপাখানার নাম
যার প্রতিটি পাপড়ি এক একটি কবিতা
প্রতি ফোঁটা অশ্রু এক একটি গল্প
জমতে জমতে হয়ে উঠে মহাকাব্য।
ছাপাখানার যৌবন হারালে
জীর্ণ ভাঙ্গা অট্টালিকা,
বৃষ্টিহীন তপ্ত মরুভূমি।
অশ্রুর প্রতিটি ফোঁটায় বেঁচে উঠুক প্রাণ
সবুজ খুঁজতে খুঁজতে বেজে উঠুক
তালপাতার বাঁশি,
চোখের কর্ণিয়া হোক প্রচ্ছদ
বেঁচে থাকুক সহস্র বছর সুখপাখি।