তোমাকে ভাবছি,সিক্ত কাজল চোখে
উর্বর মৃত্তিকার চোয়ালে,
যেখানে হংসমিথুন খেলা করে
মুক্ত বিহঙ্গের খেয়ালে।
প্রত্যুষে হাওয়ায় উড়ছে, দুলছে
গল্পের খণ্ডিত কিয়দংশ,
লাউ গাছের ডোগার মতন এগিয়ে আসে
গল্পের নির্মোহ সম্মুখ অংশ।
প্রক্ষালন শেষে উঁকি মারতে থাকে
সহজাত আনকোরা মৃদু মহিমা,
ভাবগম্ভীর দর্পণে ঝুলছে হৃদয়ের চোখ
আঁকছি অবিনাশী ষোড়শী পূর্ণিমা।
আজও সেই চুলের একজোড়া বেণি
বহমান নদীর মতন এঁকেবেকে চলছে,
উর্বর ভালোবাসার বিধ্বস্ত টুকরো নিয়ে
আনমনে তোমার আগমনের কথাই বলছে।