ঝিনুক খুঁজি হন্যে হয়ে
মুক্তো নেবো তাই,
মাঝ নদীতে ডুবে দেখি
ঝিনুক কোথাও নাই।
একটি দু’টি তারা যখন
খসবে নদীর জলে,
সেদিন ঝিনুক খুঁজতে যাব
ভরা নদীর তলে।
অনেক খুঁজে পেলাম ঝিনুক
ঝিনাই নদীর বাঁকে,
ঝিনুক থেকে মুক্তো পেলে
দেবো কাকে কাকে?
ঝিনুক খুঁজে পেলাম যখন
অশ্রু ঝরলো হাতে,
বললো আমায় কেঁদে কেঁদে
জন্মদিন আজ রাতে।
আজকে আমায় দাও না ছেড়ে
কালকে আমায় নিও,
জন্মদিনে তুমি এসে
একটা কিছু দিও।
আমার বাবা মরে যাওয়ার
সপ্তা খানেক বাদে,
জন্ম হওয়ার পরে কেবল
মায়ে শুধু কাঁদে
জন্মদিনে সাজছে বাড়ি
আসবে মৎস রাজা,
তুমিও কিন্তু এসো বন্ধু
খেতে দেবো খাজা।
আমায় যদি না দেখে মা
আজই মরে যাবে,
আমি বাড়ি গেলেই তবে
আমার সাথে খাবে।