আজ ভিজছে
ভিজছে ফোঁটা ফোটা বৃষ্টিতে
ভিজছে পিপাসার্ত গাছ,মাটি,বাটী
ফুল,ফল,আমের মুকুল,
ভিজছে নদীর দুকূল।
ভিজছে ছাদ
ভিজছে বারান্দা,জানালা
ভিজছে আঙ্গুল,হাত,কাঁধ
নদী শাসনের আড়াআড়ি বাঁধ।
ভিজছে পাখি
দোয়েল,শ্যামা,ঘুঘু, টিয়া
ভিজছে সারস,শালিক,হরিণ
ভিজে জুবুথুবু হচ্ছে ঘাসফড়িং।
বৃষ্টিতে ভিজছে আরো কতজন,
ভিজছে আমার অশান্ত মন।