তবু কিছু; চাল হলো ডাল হলো–
পাখি হয়ে
দানাগুলো একসাথে খাওয়া হলো না।
বেশ হলো;
এই হাতে রইলো না আর কোনো বোঝা!
পাথর বুকের বোঝা
কি এমন বেশি আর বলো!সম্পূর্ণ

জেনে রেখো, অনন্য কবিতা–
ভিক্ষুক নয়, ন্যাসী। কবিতা সাগর,
খুঁজে পেতে তল; ‘শত ডুবুরির দম’ লাগে।
কবিতা সে আদি প্রেম, নিছক শরীর নয়,
যে শরীর
ভোগ শেষে; ক্ষয়ে যায়!
সম্পূর্ণ

জেনে রেখো, অনন্য কবিতা–
ভিক্ষুক নয়, ন্যাসী। কবিতা সাগর,
খুঁজে পেতে তল; ‘শত ডুবুরির দম’ লাগে।
কবিতা সে আদি প্রেম, নিছক শরীর নয়,
যে শরীর
ভোগ শেষে; ক্ষয়ে যায়!
সম্পূর্ণ

জেনে রেখো, অনন্য কবিতা–
ভিক্ষুক নয়, ন্যাসী। কবিতা সাগর,
খুঁজে পেতে তল; ‘শত ডুবুরির দম’ লাগে।
কবিতা সে আদি প্রেম, নিছক শরীর নয়,
যে শরীর
ভোগ শেষে; ক্ষয়ে যায়!
সম্পূর্ণ

বিষাদবনের বুনো কাটাকুটি,
আজও সমানে খেলা হয়। ও খেলাটা
আমি আর খেলি না, আমি জানি-
বাছুরকে দুধ ছাড়ানো হলে, মায়েরও কষ্ট হয়।
সম্পূর্ণ

আদোতেই ব্যাধ এবং… নিপাট ভদ্রলোকেরা
নিরীহ ও নিরপেক্ষ হয়ে থাকেন!
আদোতেই ব্যাধ এবং…
নিপাট ভদ্রলোকেরা প্রীতি নিরপেক্ষই ছিলেন–সম্পূর্ণ

দেখ, আমায় যদি ছুঁয়েও দিস; পুণ্য হবে না।
গা আমার উল্টো কাঁঠাল পাতা,
বড্ড বেশি রুক্ষ খসখসে।
পেলবতায় ছাই দিয়ে– নীলকন্ঠ সাধবি!
ছিঁড়লে পাবি কষ, ছিঁড়লে পাবি আঁঠা।
থাকবি তবু? থাকবি?
মাখবি তবু অস্তাচলের ছোঁয়া!সম্পূর্ণ

পাতা হাতে বাপে-পুতে ভাগাড়ে চললাম,
ছোট কত্তার ছেলে হলি পরে;
আমার ব্যাটার; মনিব হবি যে, ভাবতিই ভালো লাগে,
সুখ সুখ লাগে গো দাদা, সুখ সুখ লাগে।
সম্পূর্ণ