আমার পূর্বপুরুষের লোহিত রক্তে ওদের হাত রঞ্জিত যে-
সেই হাত , যে হাত অসীম ঘৃনার আগুনে পুড়িয়ে ফেলে প্যালেস্টাইন-
অশীতিপর বৃদ্ধ খরা হয়ে যাওয়া চোখে দেখে পুড়ে যাওয়া তারই মাতৃভূমি,
আর দেখে দগ্ধ হওয়া জোয়ান ছেলের বিকৃ্ত লাশ।
সম্পূর্ণ