অতিপ্রিয় অনধিকার
2023-03-07
বেশি কাছে এসো না প্রিয়া,
পুড়ে যাওয়া হৃদয়ভূমিতে শ্রাবন-বর্ষন আর এনো না!সম্পূর্ণ
বেশি কাছে এসো না প্রিয়া,
পুড়ে যাওয়া হৃদয়ভূমিতে শ্রাবন-বর্ষন আর এনো না!সম্পূর্ণ
আমার পূর্বপুরুষের লোহিত রক্তে ওদের হাত রঞ্জিত যে-
সেই হাত , যে হাত অসীম ঘৃনার আগুনে পুড়িয়ে ফেলে প্যালেস্টাইন-
অশীতিপর বৃদ্ধ খরা হয়ে যাওয়া চোখে দেখে পুড়ে যাওয়া তারই মাতৃভূমি,
আর দেখে দগ্ধ হওয়া জোয়ান ছেলের বিকৃ্ত লাশ।
সম্পূর্ণ
এখানে আকাশ রক্তের মত লাল, ভুখা লোক সব হেঁটে চলে ওই, কাঁধে তোলা মহাকাল, নবনীতাসম্পূর্ণ
শোনা গেল আমরা নাকি মরে গিয়েছি- প্রস্তরময় কবর, চিতাভশ্ম কিংবা ক্রসের মিছিলে আমরা মিশে গেছিসম্পূর্ণ