নতুন সুবাস নতুন জামার বোতাম
কিংবা নতুন বন্ধু নতুন কারো লাগাম,
নতুন নিয়ম নতুন শাসন নতুন আদিখ্যেতা
নতুন কোনো সন্ধি শেষে পুরোনো নিরবতা।সম্পূর্ণ

তুমি পারতে হতে জয়িতা কিংবা বনলতা সেন,
অথচ হয়েছো এক বসন্তের সুখস্মৃতি
যার প্রচ্ছদ জুড়ে হারানো বিজ্ঞপ্তি,
যার জীবন জুড়ে বিষাদের ক্যাম্পেইনসম্পূর্ণ

যে বসন্তে বারূদ হয়ে ফোটে একদল পান্ক রকার
যার সুর ইসরাফিলের সিঙ্গার মতো ফ্যাসিবাদের কানে বাজবে, লিখা হবে তার মৃত্যু পরোয়ানা সম্পূর্ণ