গুলা যেনো আনন্দের উৎস,
বানোয়াট ভালোবাসার গল্পের যাদুকর
বুক পকেটে থাকা অস্ত্রের নাম বন্ধু
বন্ধুর বিপদে বন্ধু যেনো কাল বৈশাখী ঝড়!সম্পূর্ণ

প্রেম সে-তো,
একাকী নিরবে নির্জন স্থানে
আমার সময় কাটানো,
তার কথা মনে করে নদীর জলের সাথে
চোখের জল মেশানো!
তাকে নিয়ে রাত্রি দিনে লিখা কষ্টের কবিতা,
যেথায় তুলে ধরি তাহার স্মৃতি
আমার না পাওয়ার ব্যর্থতা!!!সম্পূর্ণ