বাংলা আমার
বাংলা কি শহরে থাকে ভাই?
ইট পাথরের দেয়ালে,
যানবাহনের জ্যামে?
ছেড়া প্যান্ট কিবা ছেড়া শার্টের স্টাইলে!সম্পূর্ণ
বাংলা কি শহরে থাকে ভাই?
ইট পাথরের দেয়ালে,
যানবাহনের জ্যামে?
ছেড়া প্যান্ট কিবা ছেড়া শার্টের স্টাইলে!সম্পূর্ণ
বাংলা কি শহরে থাকে ভাই?
ইট পাথরের দেয়ালে,
যানবাহনের জ্যামে?
ছেড়া প্যান্ট কিবা ছেড়া শার্টের স্টাইলে!সম্পূর্ণ
তুমি মসজিদে মন্দিরে দাও না টাকা,
দাও তুমি ঐ নাচ গানে,
তবুও তুমি এই সমাজের মাতা,
নামে আর সম্মানে!!!সম্পূর্ণ
গুলা যেনো আনন্দের উৎস,
বানোয়াট ভালোবাসার গল্পের যাদুকর
বুক পকেটে থাকা অস্ত্রের নাম বন্ধু
বন্ধুর বিপদে বন্ধু যেনো কাল বৈশাখী ঝড়!সম্পূর্ণ
কাছে এসো না
দূর থেকেই চলে যাও,
দু হাতে করে মায়া নামক
বিষ নিয়ে যেওনা!
যা তোমায় সারাজীবন পোড়াবে!!!সম্পূর্ণ
মনটা ভেঙ্গে চলে গেলে, কি কারনে?
কাচের মনটা, জোড়া এখন নাহি লাগে!
তুমি চলে গেছো বেশ করেছো,
নিজের সুখটা বেছে নিয়ে!সম্পূর্ণ
প্রেম সে-তো,
একাকী নিরবে নির্জন স্থানে
আমার সময় কাটানো,
তার কথা মনে করে নদীর জলের সাথে
চোখের জল মেশানো!
তাকে নিয়ে রাত্রি দিনে লিখা কষ্টের কবিতা,
যেথায় তুলে ধরি তাহার স্মৃতি
আমার না পাওয়ার ব্যর্থতা!!!সম্পূর্ণ
রাত পেরুতে নাই যে দেরি
এসে গেছে ভোর,
আমি থাকব না আর এই জগতে
পাড়ি দেবো অচিন পুর!সম্পূর্ণ