হঠাৎ যদি প্রেম …..
2022-01-13
যে ভালোবাসায় অপেক্ষা নেই, অধিকার নেই
সে ভালোবাসা কখনও বোধ হয় স্বার্থকতা পায় না।
সম্পূর্ণ
যে ভালোবাসায় অপেক্ষা নেই, অধিকার নেই
সে ভালোবাসা কখনও বোধ হয় স্বার্থকতা পায় না।
সম্পূর্ণ
ঝরনা ছাড়া ফোয়ারার মতোই হয়েছে এ মন
চাইছে তোমার উদ্দেশ্যে এখনই দেয় এক ছুট,
আর যদি তোমার কাছে আমি পৌঁছাতে না পারি
অপেক্ষায় না রেখে,পাঠিয়ে দিও তোমার চিরকুট।সম্পূর্ণ
বহুদিন সেরকমভাবে গর্জে ওঠা হয়নি।
বহুদিন রক্তের সাথে পাঞ্জা লড়া হয়নি।
বহুদিন রক্ত ফোঁটা দিয়ে স্বাধীনতা রচনা হয়নি। সম্পূর্ণ